করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৭ দাওয়াই, দেখে নিন এক ঝলকে


Odd বাংলা ডেস্ক: প্রথম দফার লকডাউনের পর একুশতম দিনে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন মোদী। তবে দ্বিতীয় দফার লকডাউনে সাতটি পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী। 

১) বাড়িতে থাকা বয়স্ক মানুষদের প্রতি বিশেষ খেয়াল রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যাঁদের শরীর ইতিমধ্যেই খারাপ, তাঁদের নিরাপদে রাখার কথা বলেন মোদী।

২) লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেই হবে বাড়িতে বানানো কাপড়ের মাস্ক পরার পরামর্শ দেন মোদী।

৩) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে আয়ুষ মন্ত্রকের দেওয়া নির্দেশিকা দেওয়া হয়েছে তা মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

৪) প্রত্যেক দেশবাসীকে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

৫) এই কঠিন পরিস্থিতিতে দেশের গরিব মানুষদের পাশে থেকে, তাঁদের খাবার অভাব মেটানোর জন্যে অনুরোধ করলেন নমো।

৬) এই দুঃসময়ে কোনও কোম্পানি যাতে কর্মী ছাঁটাইয়ের দিকে না যান তারও অনুরোধ করেন প্রধানমন্ত্রী। মানুষের কাজের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অনুরোধ করেন মোদী।

৭) ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশের কাজেরকাজকে শ্রদ্ধার চোখে দেখার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।
Blogger দ্বারা পরিচালিত.