'আমাকে ২৪X৭ ফোনে পাবেন', সুতির রুমালে মুখ ঢেকে মুখ্যমন্ত্রীদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী
Odd বাংলা ডেস্ক: আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশে জারি হওয়া ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১৪ এপ্রিল। কিন্তু সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এদেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাস মহামারীতে ভারতে ২৩৯ জন মারা গিয়েছে এবং ৭৪০০ -রও বেশি সংক্রামিত হয়েছে।
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী মঙ্গলবার লকডাউনের মেয়ার শেষ করার প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছিলেন। উন্নত দেশগুলিতে যেভাবে করোনা থাবা বসিয়েছে সেই সংকটময় পরিস্থিতি যাতে এদেশে সৃষ্টি না হয়, তার জন্য এদিন সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরাই প্রধানমন্ত্রীকে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন। পঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। পাশাপাশি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই কথা বলেছেন।
পাশাপাশি কনফারেন্স চলার সময় মোদী সকল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন,যে তাঁর মুখ তিনি একটি সুতির রুমাল দিয়ে ঢেকে রেখেছেন। এদিনের কনফারেন্সে মোদী আরও বলেন, 'আমি ২৪ ঘণ্টা ৭ দিনই ফোনে উপলভ্য। যেকোনও মুখ্যমন্ত্রী যেকোনও সময়ে আমাকে ফোনে যোগাযোগ করে আমার সঙ্গে (কোভিড-১৯ নিয়ে) পরামর্শ করতে পারেন। আমাদের কাঁধে কাঁধ রেখে চলতে হবে।'
Post a Comment