শুক্রবার সকালে ফের জাতির উদ্দেশে ভাষণ মোদীর, এবার কী বার্তা অপেক্ষা করছে
Odd বাংলা ডেস্ক: জাতির উদ্দেশে বক্তব্য রাখতে এসেই সকাল থেকে রাত পর্যন্ত জনতা কারফিউ-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর একদিন পরই ফের জাতির উদ্দেশে বক্তব্য রাখতে এসে সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। আর এবার ফের এক বার জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে এবার বার্তা দেবেন ভিডিওর মাধ্যমে। ৩ এপ্রিল সকাল ৯টা থেকে সম্প্রচারিত হবে সেই ভিডিও বার্তা। ইতিমধ্যেই সারা দেশজুরে পালিত হওয়া লকডাউনের ৯দিন পেরিয়ে গিয়েছে। দশম দিনে নতুন করে কী বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তা ঘিরে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মহল সব জায়গাতেই জল্পনা তুঙ্গে।
At 9 AM tomorrow morning, I’ll share a small video message with my fellow Indians.— Narendra Modi (@narendramodi) April 2, 2020
कल सुबह 9 बजे देशवासियों के साथ मैं एक वीडियो संदेश साझा करूंगा।
এদিন প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও বার্তা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে এই ভিডিও বার্তায় কী কী বলবেন তা নিয়ে কিছুই স্পষ্ট করে বলেননি তিনি। তবে লকডাউন ভঙ্গকারীদের কোনও বিশেষ কড়া বার্তা দিতে পারেন বলেও মনে করছেন অনেকে। তবে করোনা ঠেকাতে সরকার নতুন কোনও পদক্ষেপ নিল কি না, তা জানাটা এখন কেবল সময়ের অপেক্ষা।
Post a Comment