মৃত্যুর রেকর্ড গড়ছে আমেরিকা, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে ২৬০০ মানুষ!


Odd বাংলা ডেস্ক: ক্রমেই যেন মৃত্যপুরীতে পরিণত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনার প্রকোপ এতটাই ভয়াবহ যে, মৃত্যুর নিরিখে রেকর্ড গড়ছে। কারণ গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ২,৬০০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, একদিনে এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড সেদেশে!

তবে ইস্টার্ন টাইমে রাত সাড়ে আটটার হিসাব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২,৫৬৯ জনের। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮,৩২৬ জন। সারা বিশ্বের মধ্যে এই সংখ্যাটা এখনও পর্যন্ত সর্বাধিক। 

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 'পরিসংখ্যান থেকে জানা যায় যে, দেশজুড়ে আমরা সবার শীর্ষে পৌঁছেছি'। এই পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার বিষয়ে কী কী পরিকল্পনা গ্রহণ করা হবে তা বৃহস্পতিবারই জানানোর কথা ডোনাল্ড ট্রাম্পের। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৩৬,৩৫০। 
Blogger দ্বারা পরিচালিত.