ঠাকুর ঘরে একই দেবতার একাধিক মূর্তি রাখেন! সাবধান, বিপদ আসন্ন
Odd বাংলা ডেস্ক: এমনটা অনেকেরই ঘটে, কোনও সূত্র থেকে একই দেবতার একাধিক মূর্তি হাতে চলে এল। তার পরে সেই মূর্তিগুলির ঠাঁই হল বাড়ির ঠাকুর ঘরে। একই ঘরে পাশাপাশি রইলেন একাধিক লক্ষ্মী-গণেশ-শিব-দুর্গা-নারায়ণ। এমন অবস্থানের কঠোর বিরোধিতা করে ভারতীয় বাস্তু শাস্ত্র। বরং বাস্তু এমন কথাই জানায়, একই দেবতার একাধিক মূর্তি বিপদ ডেকে আনতে পারে। এখানে রইল এই সংক্রান্ত বাস্তু-বিধান।
১) একই দেবতার একাধিক মূর্তি সৌভাগ্যের বদলে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। এর ফলে গৃহশান্তি বিঘ্নিত হতে পারে। এমনকী, ক্রমে প্রবেশ করতে পারে দারিদ্রও।
২) গণেশের একাধিক মূর্তি ঠাকুর ঘরে স্থান পেলে বিপদ ঘনাতে পারে বলে জানায় বৈদিক বাস্তু। একটি, বড় জোর দু’টি গণপতি মূর্তি বা ছবি রাখা যেতে পারে। কিন্তু তিনটি গণেশ মূর্তি কদাচ নয়। এতে গৃহে শুভশক্তির স্থিতি বিঘ্নিত হতে পারে।
৩) একই ঠাকুর ঘরে দু’টি শিবলিঙ্গ রাখা একেবারেই সঙ্গত নয়। এতে শিবলিঙ্গের মহিমা কর্তিত হয়।
৪) দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি একত্রে রাখলে কোনও সমস্যা নেই। এঁরা একই দেবীশক্তির ত্রিবিধ রূপ হলেও এঁদের মধ্যে ভিন্নতা রয়েছে।
৫) ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের মূর্তি ঠাকুর ঘরে রাখলে অন্য দেবতার মূর্তি তাঁদের সঙ্গে একাসনে না রাখাই বিধেয়।
৬) একই সঙ্গে রাধা-কৃষ্ণ ও কৃষ্ণ-মীরাবাইয়ের ছবি বা মূর্তি রাখা অনুচিত। এতে হ্লাদিনীশক্তি কূপিত হন।
Post a Comment