করোনা-আতঙ্ক আটকাতে হোয়াটস্যাপে নতুন নিয়ম
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের (Coronavirus) জর্জরিত দেশের নাগরিকদের সতর্ক থাকলেই আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তবে এরমধ্যেই করোনা-আতঙ্ক বাড়িয়ে ছড়িয়েছে ভুয়ো মেসেজ। মূলত হোয়াটসঅ্যাপেই বেশি করে ছড়িয়েছে এই ধরনের মেসেজগুলি। এই নিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। অভিযোগ মতো ব্যবস্থাও নেওয়া হচ্ছিল। তবে তা যে যথেষ্ট নয়, তার প্রমাণও রয়েছে। এমতাবস্থায় বিশ্বে করোনা পরিস্থিতির মধ্যেই ভুয়ো মেসেজ ছড়িয়ে দেওয়া বন্ধ করতে উদ্যোগী হল খোদ হোয়াটসঅ্যাপই (WhatsApp)। করোনার কালবেলায় একসঙ্গে শুধু একটি চ্যাটে মেসেজ ফরওয়ার্ড করার নিয়ম জারি করল মার্ক জুকেরবার্গের সংস্থা। প্রসঙ্গত, আগে একসঙ্গে ৫টি চ্যাটে মেসেজ ফরওয়ার্ড করা যেত।
Post a Comment