আগামী ৩০ জুন পর্যন্ত যেকোনও রকমের জমায়েত নিষিদ্ধ করল যোগী সরকার
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপ পর্যালোচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার যেকোনও রকমের জমায়েত বা সমাবেশের ওপর নিশেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন এই আদেশ জারি করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন একটি জায়গায় বিপুল পরিমাণে মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
আর এর কোনও বিবাহ অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান বা এই ধরণের কোনও ইভেন্টও আয়োজন করার অনুমতি দেওয়া হবে না যেখান একসঙ্গে অসংখ্য মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফে যদি লকডাউন তুলেও নেওয়া হয়, তাহলেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, লকডাউনের নিয়ম শিথিল করার বিষয়ে পরবর্তী পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মনে করা হচ্ছে যে, এই পরিস্থিতিতে স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হতে পারে।
Post a Comment