লকডাউন শিথিল হওয়ার পরই মদের দোকান খোলা নিয়ে জল্পনা! কী বলল কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত বর্ধিত লকডাউনের মধ্যে শনিবার থেকে অত্যাবশকীয় পণ্য ছাড়াও একাধিক দোকানপাট খোলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর এর পরই দেশে মদের দোকান খোলার হিড়িক পড়ে গিয়েছে। বিপুল চাহিদার জন্য অনেকেই আশা করেছিলেন যে, এবার হয়তো মদের দোকানও খুলবে। 

কিন্তু আদৌ মদের দোকান খোলা হবে কিনা তা স্পষ্ট করে জানিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখ্য সচিব পিএস শ্রীবাস্তব। পাড়ার দোকানগুলিকে লকডাউনে ছাড় দেওয়ার ফলে মদের দোকান এবং সেলুন দোকান খোলা নিয়ে জল্পনা শুরু হওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মুখ্য সচিব জানান, মদের দোকান তো বন্ধ থাকবেই, সেইসঙ্গে মদের অনলাইন ডেলিভারির আশাও আর নেই। পাশাপাশি তামাকজাত দ্রব্যের বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্য সচিব বলেন, নাপিতের দোকান, সেলুন এবং মদের দোকান খোলার কোনও নির্দেশিকা জারি হয়নি। 
Blogger দ্বারা পরিচালিত.