বাংলার গর্বই বাঁচাবে বাঙালির প্রাণ, নেপথ্যে প্রফুল্ল চন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস



Odd বাংলা ডেস্ক: কিছুদিন আগেও যে ওষুধটা তেমন গুরুত্ব পেতনা সেটাই এখন জীবন দায়ী। বলছি হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা। বাঙালির প্রাণ বাঁচাবে বাংলারই গর্ব বেঙ্গল কেমিক্যাল। ইতিমধ্যেই সেই নিয়ে কলকাতার বাঙালি মহল বেশ আপ্লুত। করোনা নিরাময়ে এবার পথ দেখাবে বাংলা। এবার করোনার ওষুধ তৈরি করবে বাংলার গর্ব বেঙ্গল কেমিক্যাল৷ করোনা ভাইরাসের মোকাবিলায় বেঙ্গল কেমিক্যালস্ অ্যান্ড ফার্মাসিউটিক্যালসকে হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল৷ ফলে আর কোনো বাধা নেই। মাসে দেড় কোটি ওষুধ তৈরি করতে পারবে বেঙ্গল কেমিক্যলস৷ বাংলায় পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। এবার বেঙ্গল কেমিক্যাল করোনা ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করলে সেটা যে যথেষ্ট স্বস্তির হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ওষুধ তৈরির ছাড়পত্র পেলেও, কাঁচামাল যোগাড়ে কিছুটা সমস্যা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে মুম্বাই, আমেদাবাদ থেকে আনতে হবে কাঁচামাল। আর এজন্য দরকার পড়বে সরকারের সাহায্য।
Blogger দ্বারা পরিচালিত.