ছাগলের মুখেও মাস্ক!



Odd বাংলা ডেস্ক: গোটা বিশ্ব এখন কাঁপছে করোনাভাইরাসের প্রকোপে। এই মারণ ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষ নানাভাবে সতর্ক থাকার চেষ্টা করছে। তবে এ মুহূর্তে এই ভাইরাস থেকে মুক্তির পাওয়ার উপায় হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাস্কের ব্যবহার। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে ছাগলকে মাস্ক পরিয়ে খবর হয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক ব্যক্তি। ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর এলাকার এই বাসিন্দার নাম ভেঙ্কটেশ্বর রাও। বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এই খবর পাওয়ার পরই এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আমার ২০টি ছাগল আছে। আমাদের কোনও চাষের জমি নেই। আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল। তাই বাঘের করোনাভাইরাস হয়েছে শোনার পর আমি ওদেরকেও মাস্ক পরিয়ে দিয়েছি। ছাগলদের চরাতে নিয়ে যাওয়ার সময় তাই তিনি মাস্ক পরাচ্ছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Blogger দ্বারা পরিচালিত.