লকডাউন, তাই অক্ষয় তৃতীয়ায় পিছিয়ে গেল ২৫ হাজার বিয়ে, ১২৭ কোটি টাকা সাশ্রয় রাজ্য সরকারের


Odd বাংলা ডেস্ক: লকডাউনের জেরে আর্থিক সংকটে ভুগছে সারা দেশ, যার ব্যতিক্রম নয় মধ্যপ্রদেশ। আর সেই কারণেই প্রত্যেক বছরের নিয়মে ভাটা পড়ল সেরাজ্যে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ-নিকাহ যোজনার আওতায় অসংখ্য যুগলের বিয়ে হয়। এবছরও আনুমাণিক ২৫ হাজার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জন্যই বাতিল হয়ে গিয়েছে সেই গণ বিবাহ অনুষ্ঠান।

জানা গিয়েছে এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হলে রাজ্য সরকারকে প্রতি বিবাহ পিছু ৫১ হাজার টাকা করে দিতে হত, যার ফলে সরকারের খরচ হত প্রায় ১২৭ কোটি টাকা। আপাতত লকডাউনের কারণে সেই খরচ বেঁচে গিয়েছে বলে খবর। অন্যদিকে অন্যান্য পারিবারিক বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরেও লোকসভা নির্বাচনের জন্য অক্ষয় তৃতীয়ার দিন এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়নি। 
Blogger দ্বারা পরিচালিত.