বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবসে আর্ত মানুষের পাশে থাকার বার্তা দিলেন নরেন্দ্র মোদী
Odd বাংলা ডেস্ক: ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে একগুচ্ছ গাইডলাইন তুলে ধরেছেন। যার মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে অভাবী মানুষদের সাহায্য করা এবং সামাজিক দূরত্বকে গুরুত্ব দেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে এদিন লেখেন, 'ভারত যখন কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, এমন সময়ে আমরা আমাদের দলের ৪০ তম বার্ষিকী উপলক্ষে আমি বিজেপি দলের সভাপতি জে পি নড্ডাজি-র দ্বারা তৈরি করা কিছু গাইডলাইন অনুসরণ করার জন্য আবেদন করছি। আর্ত ব্যক্তিদের সাহায্য করুন এবং সামাজিক দূরত্বের গুরুত্বকে আরও একবার নিশ্চিত করুন। আসুন ভারতকে কোভিড-১৯-মুক্ত দেশ হিসাবে গড়ে তুলি।'
We mark our Party’s 40th Anniversary when India is battling COVID-19. I appeal to BJP Karyakartas to follow the set of guidelines from our Party President @JPNadda Ji, help those in need and reaffirm the importance of social distancing. Let’s make India COVID-19 free. #BJPat40 pic.twitter.com/8RrvuLKzWm— Narendra Modi (@narendramodi) April 6, 2020
প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশ জুড়ে অসংখ্য মানুষ নিজের বাড়ির ব্যালকনি, বারান্দায় প্রদীপ প্রজ্জ্বলন করে করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া অন্ধকারের বিরুদ্ধে সাড়া দিয়েছেন। এর পরের দিন অর্থাত আজ বিজেপি দলের চল্লিশ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই নয়া নির্দেশিকা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Post a Comment