এই একটা খাটিয়ার দাম ৫০,০০০ টাকা!
Odd বাংলা ডেস্ক: সাধারণ কাঠের এক খাটিয়ার দাম কতই বা হতে পারে! বড় জোর হাজার খানেক! জায়গার উপরে অবশ্য দামটা নির্ভর করে। তবে যাই হোক, সাধারণ সাইজের একটি খাটিয়ার দাম চার সংখ্যা পেরনো মুশকিল। সেখানে ছবির এই খাটিয়াটি বিক্রি হচ্ছে ৫০,০০০ টাকায়! যিনি শুনছেন, তিনিই চমকে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কী বিশেষত্ব এই খাটিয়ার?
বিক্রেতার তরফে দাবি করা হয়েছে, খাটিয়াটি ম্যাপল কাঠের তৈরি। দড়ি দিয়ে হাতে বোনা আরামদায়ক এই খাটিয়া ২১০০ মিলিমিটার লম্বা এবং ১৩০০ মিলিমিটার চওড়া। উচ্চতা ৬০০ মিলিমিটার। কিন্তু তা সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছেন, এত দাম হওয়া উচিৎ নয়। তাহলে দামটা কীসের ?
মজাটা এখানেই।
জায়গার জন্যই খাটিয়ার দাম এমন আকাশছোঁয়া। এই খাটিয়াটি ভারতে নয়, বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়ায়। এর প্রস্তুতকারকও একজন অস্ট্রেলিয়ান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিডনির বাসিন্দা ড্যানিয়েল ব্লুর ২০১০ সালে ভারতে এসেছিলেন। এখানেই প্রথম খাটিয়ার সঙ্গে পরিচয় ঘটে তাঁর। ব্যবহার করার পরে রীতিমতো খাটিয়ার প্রেমে পড়ে যান ড্যানিয়েল। তখনই সিদ্ধান্ত নেন, খাটিয়া বানিয়ে বিক্রি করবেন। খাটিয়া বানাতে খুব অল্প খরচ হয় এবং সময়ও কম লাগে, এটা উপলব্ধি করেছিলেন ড্যানিয়েল। এর সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন, বিদেশের বাজারে বিক্রি করে অনেক বেশি লাভ।
এরপরই মাঠে নেমে পড়েন তিনি। খাটিয়া বানিয়ে তার বিজ্ঞাপন ছড়িয়ে দেন সর্বত্র। অস্ট্রেলিয়ায় খাটিয়াটির দাম রাখেন ৯৯০ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় অর্থে প্রায় ৫০ হাজার টাকা। টুইটারে দেওয়া ড্যানিয়েলের এই খাটিয়ার বিজ্ঞাপন এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে ভারতীয়রা রীতিমতো চমকে গিয়েছেন ড্যানিয়েলের বিজ্ঞাপন দেখে। টুইটারে ড্যানিয়েলের পোস্ট শেয়ার করে অনেকে মজা করেছেন, অনেকে আবার লোক ঠকানো কারবার বলে কটূক্তিও করে চলেছেন।
Post a Comment