ছেড়ে দিয়েছে বাস, রাজস্থানের কোটা থেকে রাজ্যে ফিরছেন ২,৫০০-এরও বেশি পড়ুয়া
Odd বাংলা ডেস্ক: বুধবারদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান যে, লকডাউনের মধ্যেও ভিনরাজ্যে আটকে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কথা চলছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা বন্দোপাধ্যায় জানান যে, রাজস্থানের কোটা থেকে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ শিক্ষার্থী বুধবার সন্ধ্যায় বাসে উঠবেন, এরপর তাঁদের ফিরতে প্রায় তিন দিন সময় লাগবে।
পাশাপাশি অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য সরকার কোটায় বাস পাঠিয়েছে, যাতে সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হয়। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, সারা দেশে লকডাউন হওয়ার কারণে রাজ্য সরকার দেশের বিভিন্ন স্থানে আটকা পড়া রাজ্যবাসীদের সবরকমের সাহায্য প্রদান করা হবে। এদিন তিনি টুইট করে আরও জানান যে, তিনি যতক্ষণ রয়েছেন রাজ্যের কোনও মানুষের কোনও সমস্যা তিনি হতে দেবেন না।
Post a Comment