করোনা মোকাবিলায় নেই পর্যাপ্ত সুরক্ষা, প্রতিবাদ করায় পাকিস্তানে গ্রেফতার চিকিৎসাকর্মীরা


Odd বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটাতে পুলিশ গ্রেফতার করল প্রথম শ্রেণীর স্বাস্থ্যকর্মীদের! অভিযোগ করোনা মোকাবিলার যারা কাণ্ডারী সেই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য নেই কোনও ব্যবস্থা। স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষামুলক সরঞ্জাম (পিপিই)অভাবের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রায় ৫০ জন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসক ইউনিয়নের প্রতিনিধিদের তরফে এই বিষয়ে চরম ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। 

তবে, এই বিক্ষোভের নেতৃত্বদানকারী ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানিয়েছেন, সোমবার কমপক্ষে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যাদের আটক করা হয়েছে তাদের মুক্তির আদেশ জারি করা হলেও প্রতিবাদী চিকিৎসকরা থানা ছাড়তে রাজি হননি। তাঁদের দাবি অতিরিক্ত পিপিই কিটের দাবি পূরণ না হওয়া পর্যন্ত থানা থেকে যাবেন না। 

প্রতিবাদী চিকিৎসকদের দাবি তাঁদের মুক্তির ছাড়পত্র এলেও তারা যেতে রাজি হননি। কারণ তাঁদের যে দাবি সেই নিয়ে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভ প্রতিবাদের একটি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কয়েক ডজন চিকিৎসক স্লোগান তুলেছিলেন এবং প্রাদেশিক সরকারের সমালোচনা করেছিলেন। এর কিছুক্ষণ পরে, পুলিশ প্রতিবাদটি থামানোর পদক্ষেপ নেয়, বেশ কয়েকজন প্রতিবাদীর সঙ্গে সংঘর্ষ চালায় এবং আটকও করেন বহুজনকে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। 
Blogger দ্বারা পরিচালিত.