এ যেন দীপাবলি, মোমবাতির সঙ্গেই পুড়ল বাজি, উড়ল ফানুস


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী বলেছিলেন শুধু মোমবাতি জ্বালাতে। কিন্তু জনগণ তো অবুঝ। প্রধানমন্ত্রীর আহ্বানে তারা মোমবাতির পাশাপাশি পোড়াতে শুরু করল বাজি। এবং সঙ্গে ওড়ানো হল ফানুসও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে প্রদীপ-মোমবাতি জ্বেলে সংহতির সংকল্প নিল ভারত। করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ মোকাবিলার নতুন এই সংযোজনে আলো-আঁধারের খেলা দেখল আসমুদ্র হিমাচল। গত শুক্রবার সকালে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন, রবিবার রাত ৯টায় মোমবাতি, প্রদীপ, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করোনাভাইরাস সংকটের মধ্যে দেশের প্রতি সংহতি জানান। তাঁর কথায়, “১৩০ কোটি ভারতবাসীর মহাশক্তি জাগরণ করতে হবে। মহাসংকল্পকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে”।

তবে মহাশক্তি কতটা জাগরিত হল তা জানা নেই। কিন্তু এই বাহানায় পরিবেশ দূষণ কিছুটা হল সেটা বোঝাই যাচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.