রবিবার রাত ৯টায় দেশ জুড়ে জ্বলবে প্রদীপ, সবাই যেন সামাজিক দুরত্ব বজায় রাখে: প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার হাজির হলেন। শুক্রবার সকাল ৯টার সময় তাঁর এই জাতির উদ্দেশ্যে ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। এদিন তিনি বলেন এই দেশ চাইলে সব কিছু সম্ভব। মানুষ হয়তো ভাবছেন যে কবে এই লকডাউন শেষ হবে। কিন্তু এই লড়াই ধৈর্য্যের লড়াই। ভারতবাসী যা করে দেখিয়েছেন তা দেখে সারা পৃথিবী অবাক। দরিদ্র যাঁরা তাদের পকেটে টান পড়েছে। এবং এই পরিস্থিতি মোকাবিলা করতে মানুষের মধ্যে তৈরি করতে হবে আত্মবিশ্বাস। আর তাই ৫ই এপ্রিল রবিবার দেশ জুড়ে প্রদীপ জ্বালানো হবে। রাত ৯টায় সবাই যেন এটা করে বলেই প্রধানমন্ত্রী অনুরোধ করেন দেশবাসীকে। তিনি আরও বলেছেন গতবার যখন বাড়ির বাইরে তিনি সবাইকে বিভিন্ন আওয়াজ করতে বলেছিলেন সেবার কিছু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে জটলা করেছিলেন। এতে রোগ ছড়ানোর সম্ভবনা আরও বেড়ে যায়। তাই তিনি অনুরোধ করেছেন কেউ যেন বাড়ি থেকে না বের হয়। সবাই নিজের বাড়িতে থেকেই এতে যেন অংশগ্রহন করে।
Post a Comment