প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পাটনার বাজারে দেদার বিকোচ্ছে মাটির প্রদীপ


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন, ৫ এপ্রিল রাত ৯টায় ৯মিনিট বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, বা নদেনপক্ষে টর্চের আলো জ্বালিয়ে রাখতে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিহারে কার্যত প্রদীপের দোকানে নামল মানুষের ঢল। 

বিহারের মানুষ মাটির প্রদীপ কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি ৫০টি মাটির প্রদীপ কিনেছেন। সুশীলা দেবী একজন প্রদীপ বিক্রেতা জানিয়েছেন, 'সাধারণ মানুষ কেউ ১০টা, কেউ ২০টা, কেউ ৫০টা করে প্রদীপ কিনছেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে প্রদীপ জ্বালতে বলেছেন।'

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার মহামারির কারণে ছড়িয়ে পড়া অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ৫ এপ্রিল রাত ৯টায় দেশবাসীর কাছে প্রদীপ ও মোমবাতি জ্বালানোর আবেদন করেছিলেন। তিনি সাধারণ মানুষকে বাড়ির সমস্ত লাইট বন্ধ করে ৯ মিনিটের জন্য দরজা বা বারান্দাগুলিতে মোমবাতি বা প্রদীপ বা টর্চ বা মোবাইল ফ্ল্যাশলাইট হাতে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.