খাঁটি বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: আজ শুভ নববর্ষ। তবে করোনার জন্য লকডাউন পরিস্থিতিতে এ যেন এক অন্য নববর্ষ। তবে যাই হোক আপামোর বাঙালির কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এদিন সকাল সকাল দেশের প্রধানমন্ত্রী খাঁটি বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান, তিনি লেখেন, 'শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।'

তবে বাঙালির নববর্ষের পাশাপাশি এদিন ভারতের অন্যান্য রাজ্যের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। কারণ আজকের দিনেই অসমে পালিত হয় বিহু, তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলে পালিত হয় বিশু উৎসব। আর সেই কারণেই মালায়লি, তামিল ও অহমিয়া ভাষাতেও টুইট করে বিহু, বিশু, পুথাণ্ডুর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।


আর কিছক্ষণের মধ্যেই অর্থাৎ সকাল দশটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।  

Blogger দ্বারা পরিচালিত.