দেশ জুড়ে প্রথম দফার লকডাউনের শেষদিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: প্রথম দফার লকডাউন শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। আর লকডাউনের শেষ দিনেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল ১০টায় সরাসরি বক্তব্য পেশ করবেন মোদী। 

১১ এপ্রিল ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাভাইরাসের কারণে সাম্প্রতিককালের যা পরিস্থিতি তাতে করে লকডাউনের মেয়ার বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীদের প্রতিক্রিয়া চেয়েছিলেন মোদী। তাতে পঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর সপক্ষেই মত দিয়েছেন। 

তারপরই ওড়িশা, মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নিজেও একথা স্বীকার করে নিয়েছেন যে সাম্প্রতিক পরিস্থিতিতে লকডাউন তোলা সম্ভব নয়। তাই বিশেষজ্ঞ মহলের দাবি লকডাউনের মেয়াদ বৃদ্ধি এবং আগের দফার চেয়ে এই দফায় আরও বেশি কিছু ছাড়ের কথাই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 
Blogger দ্বারা পরিচালিত.