পুলিশ জানতো না করোনা আক্রান্ত চোর, এখন কোয়ারেন্টাইনে গোটা থানা ও আদালতের উকিলরা


Odd বাংলা ডেস্ক: সারা দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখন মহারাষ্ট্রে। তার মাঝেই এই ঘটনাতে কেঁপে উঠেছে গোটা দেশ। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। কোনওভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না উদ্ধব ঠাকরে সরকার। কোথা থেকে যে এত দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তা অনেকেই বুঝতে পারছেন না। যেমন দেখা গিয়েছে এই ক্ষেত্রে। মহারাষ্ট্রের বাঙ্গুরনগর থানায় ২২ বছরের এক যুবককে চুরি দায়ে ধরে এনেছিল পুলিশ। কিন্তু থানার কেউই বুঝতে পারেননি যে চোর করোনা পজিটিভ। সেই কারণে স্বাভাবিক নিয়মে সে প্রথম দিন পুলিশ হেফাজতে কাটিয়েছে। তারপর আদালত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশও দিয়েছে। শেষে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তালোজা সংশোধনাগারে। কিন্তু সেখানে যাওয়ার পর সংশোধনাগারের প্রধান মেডিকেল টেস্ট ছাড়া চোরকে সংশোধনাগারের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করেছেন। ফলে সরকারি নিয়মে কোভিড টেস্ট করা হয়েছে। আর সেই টেস্টে দেখা গিয়েছে চোর আসলে করোনা পজিটিভ।
Blogger দ্বারা পরিচালিত.