খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা, 'রুদ্রাভিষেক' করা হল নরেন্দ্র মোদীর তরফে


Odd বাংলা ডেস্ক: সারা দেশব্যপী চলতে থাকা লকডাউনের মধ্যেই মন্দির কমিটি এবং প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা। আর মন্দিরের প্রথম পুজোটি অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। গাড়োয়াল হিমালয়ের কেদারনাথে একাদশ জ্যোতির্লিঙ্গের দরজা খোলা হয়েছে সকাল ৬.১০ মিনিটে। মন্দির কমিটির তরফে জানানো  হয়েছে এদিন মন্দিরটি ১০ ক্যুইন্টল ফুল দিয়ে সাজানো হয়েছিল। 

হিমালয়ের কোলে অবস্থিত চার ধাম-কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী বরফের মোটা চাদরে ঢেকে যাওয়ার জন্য বছরে ছয় মাস বন্ধ রাখা হয়। আর তা প্রতি বছর খোলা হয় এপ্রিল-মে মাস নাগাদ। প্রসঙ্গত গঙ্গোত্রী এবং যমুনোত্রী গত ২৬ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়েছিল। আর বদ্রীনাথ খোলা হবে আগামী ১৫ মে। 

কেদারনাথ মন্দির কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে প্রথম 'রুদ্রাভিষেক' করা হয়েছিল। প্রধান পুরোহিত ভীমশংকর লিং-এর অনুপস্থিতিতে পুজোপাঠ করলেন শিবশংকর লিং। কেদারনাথের প্রধান পুরোহিত এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.