করোনা রুখতে প্রকাশ্যে পানের পিক ফেলা এবং তামাক সেবন নিষিদ্ধ করল এই রাজ্য
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে রুখতে শুক্রবার রাজস্থানে যেখানে সেখানে পানের পিক ফেলা এবং তামাক সেবন নিষিদ্ধ করা হল। এদিন রাজস্থানের স্বাস্থ্যবিভাগের তরফে নোটিশ আদেশ দেওয়া হয়েছে, জনগণের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে কোভিড-১৯-এর বিস্তার রোধ করতে রাজ্য সরকারের তরফে পান, তামাক এবং অন্যান্য পণ্য চিবিয়ে জনসমক্ষে থুথু ফেলা নিষিদ্ধ করা হয়েছে।
নয়া এই বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বসেও জানিয়েছে রাজ্য সরকার। সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, সাধারণত দেখা যায় মানুষজন পান, তামাজাত দ্রব্য বা অন্যান্য জিনিস চিবিয়ে প্রকাশ্যে থুথু ফেলে,এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এটা অবিলম্বে বন্ধ করা দরকার।
তীব্র সংক্রামক করোনভাইরাস নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য এই নয়া পদক্ষেপটি রাজস্থান মহামারী রোগ আইন ১৯৫৭-এর অধীনে ২ ধারা অনুসারে জারি করা হয়েছে।
Post a Comment