রাজ্যের ১০টি করোনা হটস্পটে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার
Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই আগে রাজ্যের ৭টি জায়গাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছিল। করোনা হটস্পট চিহ্নিত করার অর্থ ওইসমস্ত জায়গায় করোনার প্রকোপ সর্বাধিক লক্ষ্য করা গিয়েছে। এবার রাজ্যের করোনাপ্রবণ ১০টি জায়গা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ লকডাউন রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
শুক্রবারই নবান্নে মুখ্য সচিব রাজীব সিনহা এই ঘোষণা করেন, তবে রাজ্যের কোন জায়গাগুলি করোনা হটস্পট অর্থাৎ কোন জায়গাগুলি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হবে, সেই জায়গাগুলির নাম ঘোষণা করা হয়নি।
তবে জানানো হয়েছে যে, হস্পট এলাকাগুলিতে সমস্ত রকমের পরিষেবাই বন্ধ থাকবে। আরও নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত এলাকার মানুষরা যেন কঠোনভাবে লকডাউন মেনে চলেন এবং কেউ যেন বাড়ি বাইরে পা না রাখেন। আর এই বিষয়টি নিশ্চিত করতে কড়া সতর্ক থাকবে প্রশাসন।
Post a Comment