লকডাউনের মধ্যেই প্রয়াত রামায়ণের সুগ্রীব
Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যেই সদ্য রামায়ণের পুনঃসম্প্রচার শুরু হয়েছে। এরই মাঝে চলে গেলেন রামায়ণের সুগ্রীবের চরিত্রে অভিনয় করা প্রবীন অভিনেতা শ্যাম সুন্দর কালানি। অভিনেতা কালানি, যিনি রামায়ণে সুগ্রীব ও বালি -দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অরুণ গোভিল, সুনীল লাহড়ি এবং দীপিকা চিকলিয়া শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অরুণ গোভিল, যিনি শ্যাম সুন্দর কালানির সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন, তিনি টুইট করে লেখেন, ”শ্যাম সু্ন্দর কালানির চলে যাওয়ার খবরটা দুঃখের। যিনি রামানন্দ সাগরের রামায়ণে সুগ্রীবের ভমিকায় ছিলেন।” বলাবাহুল্য ভারতের ইতিহাসে রামায়ণ সিরিয়ালের কারণেই তাঁর নাম সদা উজ্জ্বল হয়ে থাকবে।
Post a Comment