লকডাউনের পরেও সারা দেশে ৬২টি জেলায় জারি থাকবে লকডাউন!
Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে যখন করোনার প্রকোপ হু হু করে বেড়ে চলেছে, তখন একটি সমীক্ষায় উঠে এসেছে এক অবাক করা তথ্য। সারা দেশে মোট যত মানুষ করোনা পজিটিভ, তার মধ্যে ৮০ শতাংশ ৬২টি জেলার অন্তর্গত।
শীর্ষ সরকারি সূত্র অনুসারে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশব্যাপী ২১ দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছে, তা শেষ হওয়ার পর ওই ৬২টি জেলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। এখনও পর্যন্ত সারা দেশজুড়ে ২৭৪টি জেলায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর।
সূত্রের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনও ভৌগলিক স্কিউ রয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রায় ৮০ শতাংশ কেস ৬২টি জেলা থেকে উঠে এসেছে। বফলে সরকারি পর্যায়ে করোনা রোধে আক্রমণাত্মক নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হচ্ছে। এই নিয়ন্ত্রণ ভিলওয়ারা মডেলকে অনুসরণ করে। পাশাপাশি সরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, কী এই ভিলওয়াড়া মডেল? সরকারি তরফে এই ভিলওয়াড়া মডেলকেই অনুসরণ করার কথা বলা হয়েছে। রাজস্থানের এই শহরে করোনাভাইরাস রোধে আক্রমণাত্মক নিয়ন্ত্রণের কর্মসূচি নেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণ রুখতে নির্দিষ্ট এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। এইভাবেই ভিলওয়াড়ায় ভাইরাস সংক্রমণ ঠাকানো গিয়েছে। যা সাফল্য হিসাবেই দেখছে স্বাস্থ্যমন্ত্রক।
সূত্রের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনও ভৌগলিক স্কিউ রয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রায় ৮০ শতাংশ কেস ৬২টি জেলা থেকে উঠে এসেছে। বফলে সরকারি পর্যায়ে করোনা রোধে আক্রমণাত্মক নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হচ্ছে। এই নিয়ন্ত্রণ ভিলওয়ারা মডেলকে অনুসরণ করে। পাশাপাশি সরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, কী এই ভিলওয়াড়া মডেল? সরকারি তরফে এই ভিলওয়াড়া মডেলকেই অনুসরণ করার কথা বলা হয়েছে। রাজস্থানের এই শহরে করোনাভাইরাস রোধে আক্রমণাত্মক নিয়ন্ত্রণের কর্মসূচি নেওয়া হয়েছে। ভাইরাস সংক্রমণ রুখতে নির্দিষ্ট এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। এইভাবেই ভিলওয়াড়ায় ভাইরাস সংক্রমণ ঠাকানো গিয়েছে। যা সাফল্য হিসাবেই দেখছে স্বাস্থ্যমন্ত্রক।
Post a Comment