ইরাকে মার্কিন তেল কম্পানির পাশে রকেট হামলা



Odd বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। একের পর এক দেশে বাড়ছে মৃত্যু মিছিল। ভয়ঙ্কর অবস্থা যুক্তরাষ্ট্রজুড়ে। এই পরিস্থিতিতে রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে অবস্থিত মার্কিন কম্পানির তেল স্থাপনার কাছে। পরপর তিনটি রকেট মিসাইল ছোঁড়া হয়েছে। ইরাকি পুলিশ জানিয়েছে, তিনটি কাতিউশা রকেট বসরা শহরের পশ্চিমে বুরজেসিয়া এলাকার বিদেশি কম্পানির তেলস্থাপনার কাছে আঘাত হানে। আজ সোমবার স্থানীয় সময় রাত তিনটার দিকে এ হামলা হয়েছে। 

ওই এলাকায় বহু বিদেশি কর্মী কাজ করে। তবে রকেট হামলার কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলার কারণে তেল কম্পানির পক্ষ থেকে তেল সরবরাহে কোনো সমস্যা হয়নি। কোনো গোষ্ঠী বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, তারা কয়েকটি রকেট লাঞ্চার এবং অব্যবহৃত রকেট ওই এলাকায় পড়ে থাকতে দেখেছেন। সম্প্রতি মাসগুলোতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় বেশ কয়েকদফা রকেট হামলা হয়েছে। বাগদাদের গ্রিনজোনে সরকারের বেশিরভাগ মন্ত্রণালয়, ইরাকের জাতীয় সংসদ এবং বহু দেশের দূতাবাস রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.