মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশের নীচে নামাল SBI



Odd বাংলা ডেস্ক: করোনার ফলে দেশ জুড়ে শুরু হয়েছে অর্থনৈতিক অবনতি। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার এবার ৩ শতাংশেরও নীচে নামিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ একটি বিবৃতিতে এসবিআই জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে করা হচ্ছে ২.৭৫ শতাংশ৷ যেকোনও পরিমাণ আমানতের ক্ষেত্রেই সুদের এই হার প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত নগদ থাকার কারণেই আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের নয়া হার চালু করা হচ্ছে বলে এসবিআই জানিয়েছে৷ অন্যান্য ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর পাশাপাশি এমসিএলআর ৩৫ বেসিস পয়েন্ট কমানোর কথা জানিয়েছে এসবিআই৷ এর ফলে যে কোনও মেয়াদের ঋণের ক্ষেত্রেই ঋণের ক্ষেত্রেই গ্রাহকদের কম হারে সুদ গুণতে হবে৷ বর্তমানে এসবিআই-এর বার্ষিক এমসিএলআর ৭.৭৫ শতাংশ৷ তা কমে হচ্ছে ৭.৪০ শতাংশ৷ আগামী ১০ এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর করা হবে৷
Blogger দ্বারা পরিচালিত.