লকডাউনে আকাল দেখা দিতে পারে নুনে, আশঙ্কার প্রমাদ গুনছেন লবণ উৎপাদনকারীরা


Odd বাংলা ডেস্ক: দ্বিতীয় দফায় বর্ধিত হয়েছে লকডাউনের মেয়াদ। যার ফলে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নটি বার বার ঘুরে ফিরে আসছে তা হল আগামী দিনে দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান মিলবে তো! তবে সরকারের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে কোনো পণ্যের ঘাটতি হবে না। কিন্তু লবণ উৎপাদনের ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করছেন খোদ উৎপাদকরা।

উৎপাদনকারীদের অনুমান, আগামী দিনে নুনের ব্যাপক আকাল দেখা দিতে পারে। যার ফলে বন্ধ হয়ে যেতে পারে নুনের রফতানিও। কারণ গত ২৮ মার্চ ইন্ডিয়ান সল্ট অ্যাসোসিয়েশন-এর তরফে প্রধানমন্ত্রী এবং পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন লবণ উৎপাদনকারীরা। 

অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে মার্চ থেকে জুন হল নুন উৎপাদনের আসল সময়। তারমধ্যে এমনিতেই লকডাউনের কারণে বেশকিছু সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই এখনও তড়িঘড়ি কাজ শুরু না হলে নুনের আকাল দেখা দিতে পারে। বর্তমানে দেশের অন্যতম লবণ প্রস্তুতকারক অঞ্চল গুজরাতে কাজ পুরোপুরিভাবে বন্ধ। লকডাউনের জেরে তালাবন্ধ অন্যান্য ক্ষুদ্র এবং মাঝারি কারখানাগুলিও। যার জেরে আশঙ্কার প্রমাদ গুনছেন লবণ উৎপাদনকারীরা। 
Blogger দ্বারা পরিচালিত.