মালদায় পাওয়া গেল দ্বিতীয় করোনা আক্রান্ত, এবার রতুয়ার বাহারাল
Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে মালদা মেডিক্যাল কলেজে জেলার বিভিন্ন প্রান্তের ২৭৫জনের লালারস সংগ্রহ করে টেস্ট করা হয়। বিকেল চারটা পর্যন্ত ১২৪টি রিপোর্ট করোনা নেগেটিভ আসে। রাতে ১০ জনের টেস্ট করার সময় এক জনের পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, রতুয়ার বাহারালের ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে তারপরেই চিন্তায় আছেন জেলার মানুষ। কারণ একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মিলছে মালদায়। এদিকে অনেকে এটাও দাবি করছেন যে আরও টেস্ট হলে হয়তো বহু করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাবে।মালদার মানিকচকের পর এবার রতুয়া ব্লকে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার রাতে ১০ জন সন্দেহজনক রোগীর লালারস টেস্ট করা হয়। তাদের মধ্যে একজনের রিপোর্ট করোনা পজিটিভ। মালদায় প্রথম মানিকচক ব্লকের এক শ্রমিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।
Post a Comment