বৃষ্টি ভেজায় স্বস্তিতে রাজ্যবাসী, মাঝ সপ্তাহে ধেয়ে আসছে কালবৈশাখী


Odd বাংলা ডেস্ক: অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ছত্রিশগড়ের ওপর দিয়ে রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এ রাজ্যে ঢুকছে। যার ফলে বজ্রগর্ভ মেঘ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে। 

আগামী এক সপ্তাহ জুড়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে তাপমাত্রা বাড়বে কর্ণাটক, তেলেঙ্গানা ও গুজরাটে। তবে রাজস্থানে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে।

সোমবার রাতে রাজ্যে তীব্র বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অনুভূত হয়েছে রাজ্যে। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঝড়ের গতিবেগ বাড়বে। এর পাশাপাশি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির হতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.