মে মাসের ২০ তারিখেই ভারত থেকে বিদায় নেবে করোনা, দাবি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। তবে কবে এর করাল গ্রাস থেকে মুক্তি পাবে দেশবাসী? এই প্রশ্নই এখন সকলের মনের মধ্যে ঘুরছে। আর এই বিষয়ে আশার বাণী শুনিয়েছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। তাঁদের তরফে দাবি করা হয়েছে, ২০ মে নাগাদ ভারত থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নির্মূল হতে পারে। 

প্রসঙ্গত, সারা দেশে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ, যা শেষ হবে আগামী ৩ মে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি), করোনার ভাইরাস যে হারে ছড়িয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স)-এর সাহায্যে তার বিশ্লেষণ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের মতে, পরিসংখ্যানগুলি রোগীর পুনরুদ্ধার এবং সংক্রমণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে করোনার সংক্রমণ বেশি রয়েছে, সেইসব দেশ থেকে পাওয়া পরিসংখ্যানের ভিত্তিতে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা।তাঁদের দেওয়া ডেটা-বেস গ্রাফ বলছে, মে মাসের প্রথম সপ্তাহে ইতালি এবং স্পেনে করোনার প্রাদুর্ভাব কমতে থাকবে।
Blogger দ্বারা পরিচালিত.