কম্পিউটার বা ভিডিও গেম নয়, বাড়ি বসে সপরিবারে মেতে উঠুন ৮টি অন্যরকম খেলায়
Odd বাংলা ডেস্ক: বাড়িতে বসে সময়ই কাটছে না। আর চিন্তা নেই রইল কিছু অন্যরকম খেলার সন্ধান, যা বাড়িতে বসে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই আপনারা খেলতে পারেন।
১) অপলক তাকিয়ে থাকা- এই খেলা আপনারা কমবেশি সকলেই কখনও না কখনও খেলেছেন। এই খেলার নিয়ম হল কে কতক্ষণ একদিকে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতে পারে। এই খেলা আপনি আপনার স্বামী সন্তানদের নিয়ে একসঙ্গে খেলতে পারেন।
২) ফুল-ফল-নাম-দেশ/রাজ্য- এই খেলার মাধ্যমে আপনার শিশু কিন্তু একটি শিক্ষণীয় দিক রয়েছে। কারণ প্রথমে একটি কাগজে চারটি লাইন কেটে ঘর বানিয়ে প্রতিটিতে ফুল, ফল, নাম, দেশ/রাজ্য লিখুন। এরপর বাংলা বা ইংরেজিতে একটি বর্ণ ঠিক করুন। এবার সকলে একে অপরকে না দেখিয়ে সেই বর্ণ বা অক্ষর দিয়ে একটি ফুল, ফল, নাম এবং দেশ/রাজ্যের নাম লিখুন। এরপর দেখুন কে কী নাম লিখেছে। মনে রাখতে হবে মন গড়া কোনও নাম লিখলে হবে না। আর একই নাম যদি ২জন বা তার বেশি কেউ লিখে ফেলেন তাহলে কেউই পয়েন্ট পাবে না।
৩) ফ্রিজ গেম- নাম শুনে মনে হতে পারে এই খেলার সঙ্গে ফ্রিজের সম্পর্ক আছে। কিন্তু একেবারেই নয়। তবে খেলাটি ছোটদের কাছে খুবই আকর্ষণীয়। খেলাটি শিশুদের দিয়ে কেলার আর বড়রা পরিচালনা করুন। এক্ষেত্রে আপনার শিশুর মনের মতো একটা গান চালিয়ে দিন। এরপর সেই গানের সঙ্গে তাকে নাচতে বলুন। এরপর গান বন্ধ করে দিন, শিসু যে পস্চারে দাঁড়িয়ে রয়েছে, সেইভাবে সে কতক্ষণ দাঁড়াতে পারেন দেখুন। গেমটিকে চ্যালেঞ্জিং বানাতে কোনও পশু, পাখি, ইংরেজি বর্ণ বা যোগাসনে তাকে ফ্রিজ করে দিন। একঘেয়ে ঘরে বসে থাকার চেয়ে এই খেলাটি শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ পরিচালনা করতেও সাহায্য করবে।
৪) মেমরি গেম- ছোট বড় সকলে এই খেলায় দারুণ আনন্দ পাবেন। প্রথমে বিভিন্ন সেগমেন্ট ভাগ করে নিন। ধরা যাক, প্রথমে একজন একটা ফলের নাম বললেন। পরের জন এই ফল এবং আর একটি ফলের নাম বললেন। তার পরেরজন প্রথম দুটি ফল এবং আরও একটি ফলের নাম বলবেন। এইভাবে চলতে চলতে যে সবকটা ফলের নাম মনে রেখে বলতে পারবেন তিনিই জয়ী। এইভাবে কোন্য পাখি, পশু, ফুল, কার্টুন ক্যারেক্টারের নাম নিয়ে মেমরি গেম খেলতে পারেন।
৫) টাচ অ্যান্ড ফিল- এই খেলাও কিন্তু খুব আকর্ষণীয়। প্রথমে আপনার শিশুর চোখটি বেঁধে দিন। এবার হাতের কাছে নানারকমের জিনিস দিন। যা হতে পারে, ঘরে থাকা কোনও জিনিস, তার খুব প্রিয় কোনও খেলনা, বা সবজি এবং ফলও। এবার সেগুলি স্পর্শ করে তাকে বলতে বলুন জিনিসটি কি। এভাবে আপনারা বড়রাও এই খেলাটি খেলতে পারেন। যে যত বেশি সঠিক উত্তর দিতে পারবে সে জয়ী হবে।
৬) পাজেল গেম- পাজেল গেম একদিকে যেমন সৃজনশীল তেমনই এটি খেলতে গেলে বুদ্ধিরও প্রয়োজন। তাই আপনি বা আপনার শিশু যত এই পাজেল প্র্যাকটিস করবেন ততই বুদ্ধি হবে ধারালো। বাড়িতে যদি দোকান থেকে কেনা পাজেল গেম থাকে তাহলে তাই দিয়েই খেলুন, বনাহলে আপনার শিশুকে বলুন একটা ছবি আঁকতে, তারপর সেই ছবি টুকরো করে কেটে নিন। এরপর সেই টুকরোগুলো এলোমেলো করে দিন। তারপর একটা টাইমার সেট করে আপনি এবং আপনার শিশু পাজেল সাজান, দেখুন কে কত কম সময়ে পাজেল সমাধান করতে পারছেন।
৭) বাছাই খেলা- এই গেমটি খুবই মজাদার। এর জন্য বাড়িতে থাকা শস্য যেমন ধরুন রাজমা-চাল বা ছোলা-মটর বা রাজমা-ছোলা একসঙ্গে একটি পাত্রে মিশিয়ে দিন। এবার নির্দিষ্ট সময়ের একটা টাইমার সেট করুন। এবার দেখুন কে কত কম সময়ের মধ্যে দুটি শস্য আলাদা করে ফেলতে পারছে। ছোটদের পাশাপাশি এই খেলায় বড়রাও অংশ নিতে পারেন।
৮) কাটাকুটি- ঘরে বসে কাটাকুটি খেলার মজাই আলাদা। পরিবারের সকলকে নিয়ে পৌঁছে যান সেই ছোটবেলার স্মৃতিতে। দু'জন দু'জন করে পালা করে খেলুন আর নির্ভেজাল আনন্দ নিন।
Post a Comment