আজান শুনতে ভাল লাগেনা, সোনুর টুইট ঘিরে বিতর্ক, দুবাইয়ে এখনও আটকে
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস রুখতে লকডাউনের জেরে পরিবার সহ দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড সঙ্গীতশিল্পী সোনু নিগম৷ কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এই কথা৷ এ হেন পরিস্থিতির মধ্যেই সোনু নিগমকে গ্রেফতারের দাবি উঠল৷ কেন গ্রেফতারের দাবি তোলা হচ্ছে সোনুর বিরুদ্ধে? আসলে ঘটনার সূত্রপাত বছর ৩ আগে, ২০১৭ সালে৷ মাইকে আজান নিয়ে টুইটারে সরব হয়েছিলেন তিনি৷
দুবাই মুসলিম প্রধান দেশ৷ সেখানে তো তাঁকে রোজ আজান শুনতে হচ্ছে৷ এখন কেন বিরোধিতা করছেন না সোনু? সোনুর পুরনো টুইটের স্ক্রিনশট অনেকে দুবাই পুলিশকে ট্যাগ করছেন৷ এবং দুবাই পুলিশের কাছে তাঁরা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেফতার করা হোক৷
ভোরবেলা মাইক বাজিয়ে আজানের বিরোধিতা করে সোনু ট্যুইট করেছিলেন, 'জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছিলেন, 'মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিত্কার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?'এ বার সেই পুরনো টুইটের প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন৷#Thankyou FaceBook Memories— زماں (@Delhiite_) April 17, 2020
.
Sonu Nigam tweeted this 3 years ago today.
" And today the condition is such that Sonu Nigam has to listen to the Azan five times every day. pic.twitter.com/jYDgfyIqsw
দুবাই মুসলিম প্রধান দেশ৷ সেখানে তো তাঁকে রোজ আজান শুনতে হচ্ছে৷ এখন কেন বিরোধিতা করছেন না সোনু? সোনুর পুরনো টুইটের স্ক্রিনশট অনেকে দুবাই পুলিশকে ট্যাগ করছেন৷ এবং দুবাই পুলিশের কাছে তাঁরা আবেদন জানাচ্ছেন, সোনুকে গ্রেফতার করা হোক৷
Post a Comment