করোনা পরিস্থিতি মোকাবিলা করতে অসমর্থ, জেলাশাসককে বদলি
Odd বাংলা ডেস্ক: জনবসতি পূর্ন এলাকাতে কেন কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এর কোনও জবাব দিতে পারেননি জেলাশাসক। সম্প্রতি জামুড়িয়া ও সালানপুরে কোয়ারান্টিন সেন্টার ঘিরে গোলমালের জেরে এই বদলি বলে মনে করা হচ্ছে। জামুড়িয়ার গোলমালে পা ভাঙে পুলিশের ওসির। গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে জানিয়েছিলেন, জনবসতি এলাকায় কোয়ারান্টিন সেন্টার না করাই উচিত। সেখানকার মানুষের সঙ্গে এ নিয়ে কথা বলা উচিত বলে জানান তিনি। নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন পূর্ণেন্দু মাজি। তিনি বীরভূমের অতিরিক্ত জেলাশাসকের (ভূমি-রাজস্ব) পদে ছিলেন। এদিকে এ নিয়ে প্রকাশ্যে কোনও তথ্য না এলেও বিশেষজ্ঞ মহল মনে করছে এখন রাজ্য সরকার অভিজ্ঞ জেলাশাসকদেরই দায়িত্ব দিতে চাইছে। তাই এই পরিবর্তন।
Post a Comment