বিশ্বের উন্নত দেশগুলিকে পিছনে ফেলে করোনা রুখতে সফল এই ছোট্ট দ্বীপ-বেষ্টিত রাষ্ট্র
Odd বাংলা ডেস্ক: বিশ্বের তথাকথিত উন্নত এবং প্রথম সারির দেশগুলি যখনম করোনার কামড়ে বিপর্যস্ত, তখন কড়া হাতে করোনা দমন করছে দ্বীপ দ্বারা বেষ্টীত একটি ছোট্ট দেশ তাইওয়ান। করোনা ভাইরাস যখন চিনের গণ্ডি পেরিয়ে সারা বিস্বে ছড়িয়ে পড়তে শুরু করল, ঠিক তখনই দ্বীপ বেষ্টিত রাষ্ট্র অস্ট্রেলিয়া এবং তাইওয়ানে ৪জন করে করোনা আক্রান্ত ৪ জন মানুষের খোঁজ পাওয়া গিয়েছিল।
সেই শুরু তারপর থেকে অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে, তাইওয়ানে করোনায় সংক্রামিত হয়েছেন ৩৬৩ জন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া এবং তাইওয়ান দুই দেশেরই জনসংখ্যা সমান। দুই দ্বীপ-রাষ্ট্র এবং চিনের মধ্যে সরাসরি পর্যটন এবং বাণিজ্যক্ষেত্রে যোগাযোগ রয়েছে। দ্বীপ বেষ্টিত রাষ্ট্র হওয়ার ফলে দুই দেশের সীমান্ত এবং উপকূলবর্তী সীমান্তে কড়া নজরদারি চলে। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়া এবং তাইওয়ানে করোনা আক্রান্তের সংখ্যায় এতটা পার্থক্য কেন?
এ প্রশ্নের উত্তর পেতে আমাদের পিছিয়ে যেতে হবে ২০৩ সালে। যখন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (SARC) ছড়িয়ে পড়েছিল, তখন চীন, হংকং-এর পাশাপাশি তা ছড়িয়ে পড়েছিল তাইওয়ানেও। সেসময় দক্ষিণ চীন এবং হংকং–এর সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাইওয়ান। সার্সে আক্রান্ত হয়েছিলেন হয়েছিলেন দেড় লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছিল প্রায় ১৮১ জনের। বিশেষজ্ঞরা বলছেন পূর্বের সংক্রমণ থেকে শিক্ষা নিয়েই এবার অনেক বেশি সতর্ক তাইওয়ান।
সূত্রের খবর, জানুয়ারির প্রথম থেকেই দেশবাসী মাস্ক ব্যবহার করতে শুরু করেছিলেন। সীমান্ত নিয়ন্ত্রণ আরও মজবুত করা হয়েছিল। তাইওয়ানের স্বাস্থ্য পরিষেবাও বিশ্বে উন্নতমানের। সার্সের সময় নির্ধারিত ন্যাশনাল হেল্থ কমান্ড সিস্টেম যে সতর্কতামূলক নিয়মাবলী তৈরি করে সরকারকে দিয়েছিল তা অনুসরণ করেই একেবারে শুরুর সময় থেকেই চিন সফর নিষিদ্ধ করা ছাড়াও বন্দরে অন্য কোনও দেশের জাহাজ আসাও কমিয়ে দেওয়া হয়, পাশাপাশি কোনও মানুষ হোম কোয়ারানটাইনের নির্দেশিকা অমান্য করলেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশা আরও ১২৪টি কর্মসূচি নিয়েছিল সেদেশের সরকার। আগে থেকে এভাবে সতর্ক হওয়ার জন্যই বড় রকমের ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পেরেছে তাইওয়ান, এমনটাই মত বিশেষজ্ঞদের।
Post a Comment