‘তসকপনিবারন’ এই শব্দের মানে কি? মাথায় ঘাম বাংলাদেশ রেলের



Odd বাংলা ডেস্ক: ঘটনা লকডাউন শুরু হওয়ার আগের। কিন্তু এখনও এই ছবি ভাইরাল। ‘কলকজা’র মানে না হয় বুঝেই নিলাম কলকব্জা। ‘সস্পদ’ মানে কী সম্পদ? ‘সস্পদইহা’ নামক কোনো শব্দ বাংলা অভিধানে আছে কি না সেটা পাঠকের চিন্তার উপর ছেড়ে দিলাম। খটকা বাধল ‘তসকপনিবারন’ শব্দটিতে। এ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। বাংলা অভিধানেও খুঁজে পাওয়া গেল না। বানানের খটকা এখানেই শেষ নয়। দায়িত্ব বানানকে যেভাবে লেখা হয়েছে, সেটা বর্তমান যুগের কীবোর্ড কিংবা বাংলা ফন্ট দ্বারা লেখা সম্ভব নয়। আফসোসের বিষয় হচ্ছে- এমন বানান চোখে পড়েছে ঢাকা-কলকাতা যাতায়াতের জন্য নির্ধারিত রেলগাড়ি মৈত্রী এক্সপ্রেসের গায়ে। ভারত ও বাংলাদেশের বাঙালিদের প্রতিনিয়ত যুক্ত করছে এই রেলগাড়ি। সুতরাং এ গাড়িটি শুধু বাঙালি ও বাংলাদেশিদেরই বহন করে না, এটি উভয় দেশের বাংলা ভাষাভাষীদের বাঙালিয়ানাও বহন করে। সেই রেলগাড়ির গায়ে যদি বাংলা বানানের এ দুর্দশা পরিলক্ষিত হয়, সেটি নিতান্তই দুঃখজনক। সম্প্রতি এই রেলগাড়ি চেপে কলকাতা-ঢাকা ভ্রমণ করেছেন গোলাম রাব্বানী নামক একজন বাংলাদেশি ব্যক্তি। তার চোখে এ বিষয়টি ধরা পড়ে। তিনি জানিয়েছেন, এটি মৈত্রী এক্সপ্রেস। কলকাতার চিতপুর থেকে ঢাকার ক্যান্টনম্যান্টে আসার পথে রেলগাড়ির গায়ে বাংলা বানানের এমন বিকৃতি দেখতে পান তিনি। এ বিষয়ে টিটিকে জিজ্ঞাসা করলে টিটি গোলাম রাব্বানীকে জানিয়েছেন- এ বিষয়ে আমরা কিছু জানি না।
Blogger দ্বারা পরিচালিত.