করোনা ঠেকাতে লকডাউনই হাতিয়ার, তাই নমোকে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি মুখ্যমন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: করোনা দমনে গত ২৪ মার্চ সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ এপ্রিল। কিন্তু তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান এই লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য।
১৫ এপ্রিলের পর আরও ২ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানান তিনি। বিসিজি রিপোর্টে দাবি করা হয়েছে ভারতে ৩ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে। সেই রিপোর্টের কথা টেনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, অন্তত অতিরিক্ত ২ সপ্তাহ বর্ধিত করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
চন্দ্রশেখর রাও দাবি করেছিলেন, তাঁর রাজ্যে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা গিয়েছে, কারণ তাঁর রাজ্যের সরকার কঠোরভাবে লকডাউন মেনে চলেছে। আর এই পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রকোপ যেভাবে বেড়ে চলেছে, তাতে লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনও উপায় দেখা যাচ্ছে না। লকডাউনই এক্ষেত্রে একমাত্র শক্তিশালী অস্ত্র। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ এবং গোয়ার পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেন।
Post a Comment