অভিশপ্ত এক মিউজিক, যা সৃষ্টি করতে গিয়ে প্রায় ৭ সঙ্গীত পরিচালকের মৃত্যু হয়


Odd বাংলা ডেস্ক: বিশ্ব সঙ্গীতের ইতিহাসে ৯ সংখ্যাটিকে খানিকটা সমীহের চোখে দেখা হয়। সমীহের সঙ্গে অবশ্যই মিশে রয়েছে বেশ খানিকটা গা-ছমছমে ভয়। ইউরোপীয় ধ্রুপদী সঙ্গীতের জগতে একটা সংস্কার বহমান রয়েছে ৯ নম্বরটিকে ঘিরে। ৭ বা ততোধিক সুরস্রষ্টা তাঁদের ৯ নং সিম্ফনি রচনা করতে গিয়ে অথবা ৯ নং সিম্ফনি রচনা শেষ করে অথবা ৯ নং রচনা শুরু করে মারা যান। এই কারণে অনেকেই ৯ নং সিম্ফনিকে ‘সিম্ফনি অফ ডেথ’ বা ‘কার্সড নাম্বার ফর সিম্ফনি’ বলে গণ্য করেন। অস্ট্রিয়ান সুরস্রষ্টা আর্নল্ড শোয়েনবার্গ দেখিয়েছেন, এই ৯-সংক্রান্ত ভাবনা শুরু হয় অস্ট্রিয়ার যুগন্ধর সুরস্রষ্টা গুস্তাভ মাহ্‌লারকে ঘিরে। মাহ্‌লার তাঁর ৯ নং সিম্ফনিটি রচনার পরেই মারা যান। ১০ নং আর তাঁর পক্ষে রচনা করা সম্ভব হয়নি। ক্রমে দেখা যায়, বিথোভেনও তাঁর নবম সিম্ফনিটি রচনার পরে মারা যান।





একই ভাবে ফ্রান্‌জ শ্যুবার্ট, আঁতোনিন ভোরাক, ভন উইলিয়ামস প্রমুখও হয় ৯ নং লিখতে গিয়ে, নয় তা সমাপ্ত করেই মারা গিয়েছেন। তালিকায় যুক্ত হয় কার্ট আটেরবার্গ, আরফ্রেড শ্নিটকে, পিটার মেনিন, ম্যালকম আর্নল্ডের নামও। কিন্তু মজার ব্যাপার এই, বিথোভেনের আগের কম্পোজাররা কেউই এই ‘৯-এর অভিশাপের শিকার’ হননি। মোৎজার্টই তার প্রকৃষ্ট উদাহরণ।
Blogger দ্বারা পরিচালিত.