লকডাউনে রূপান্তরকামী সম্প্রদায়ের হাতে রেশন সামগ্রী তুলে দিল 'ললিত গ্রুপ'


Odd বাংলা ডেস্ক: সমাজের একটা অঙ্গ হয়েও বারংবারই সমাজে ব্রাত্য হয়েই থেকে গিয়েছেন রূপান্তরকামীরা। সমাজের মূল ধারায় আজো মিশে যেতে পারেননি তাঁরা। এতে দোষ তাদের নয়। এই সমাজই তাদের আলাদা করে রেখেছে বরাবর। লোকের কাছে চেয়ে-চিন্তে যেটুকুও বা তাদের রোজগার হত এখন তাতেও টান পড়েছে। কারণ সারা দেশজুড়ে করোনা ঠেকাতে জারি রয়েছে লকডাউন। 

আর এই পরিস্থিতে সবথেকে বেশি সমস্যার মুখে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি। তবে এবার সমাজের বুকে ব্রাত্য সেই রূপান্তরকামীদের রেশন সামগ্রী তুলে দিন ললিত গ্রুপ। এই উদ্যোগটি কেশভ সুরি ফাউন্ডেশনের মস্তিস্কপ্রসূত। তাঁরাই প্রথম এলজিবিটিকিউআইএ+ (LGBTQIA+) সম্প্রদায়কে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে এসেছে। 


প্রসঙ্গত, বরেলি এবং প্রয়াগরাজের ট্রান্স সম্প্রদায়ের মানুষরা যখন নিঃস্বার্থভাবে নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে দিন মজুর শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করছে, তখন তাঁদের প্রতিও যে ললিতের মতো বড় গোষ্ঠী চিন্তিত এটা খুবই আনন্দের বিষয়।
Blogger দ্বারা পরিচালিত.