প্রতিদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি ছাড়া যে ষাঁড়ের চলেই না!
Odd বাংলা ডেস্ক: হারিয়ানায় সুলতান নামের একটি ষাঁড়ের খোঁজ পাওয়া গেছে। ষাঁড়টি ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতায় এবং ১৪ ফুট দৈর্ঘ্যের এবং ওজন প্রায় ১০০০ কেজি। বর্তমানে হারিয়ানায় এই ষাঁড়ের চাহিদা অনেক বেশি। এই ষাঁড়ের সবচেয়ে বড় চমক হচ্ছে এর পছন্দের পানীয় হলো হুইস্কি! দৈনিক এক বোতল হুইস্কি চাই সুলতানের। প্রতিদিন সন্ধ্যা হলেই এই ষাঁড়ের হুইস্কি খেতে হয়।
সুলতানের মালিক নরেশ কুমার জানিয়েছেন, হরিয়ানায় এই ষাঁড়ের চাহিদা বিরাট। এর দাম প্রায় ২০ কোটি টাকা। কারণ সুলতান শুধু পোষা ষাঁড়ই নয়, তার অনেক গুণও রয়েছে। এই পর্যন্ত ৬ থেকে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে সুলতান। আর শুধু অংশগ্রহণই করেনি প্রথম পুরস্কারও পেয়েছে সে। তাই সুলতানকে নিয়ে মালিকের গর্বের শেষ নেই। ৮ বছরের সুলতানকে দৈনিক দুই বেলা গোসল করাতে হয়। সময় মতো খাওয়াতে হয়। আর কাজগুলো করতে হয় খুবাই নিখুঁত ভাবে। ভারতের প্রতিটি রাজ্যেই এখন সুলতানের ব্যাপক চাহিদা।
তবে একটি বিষয়ে খুবই খুঁতখুঁতে সুলতান। আর সেটা হচ্ছে মদ। সুলতানের ব্র্যান্ডেড হুইস্কি পছন্দ। প্রতিদিন সন্ধেয় এক বোতল করে হুইস্কি তার চাই। আদরের ষাঁড়ের জন্য তাই সব ব্যবস্থাই রেখেছেন তার মালিক।
Post a Comment