আপনার নাকের আসল কাজ কী?
Odd বাংলা ডেস্ক: আমাদের চেহারা সৌন্দর্য ফুটিয়ে তুলতে নাকের ভূমিকা অনবদ্য। তা ছাড়া এর কাজ আরো বেশি গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন আকার, গড়ন এবং রং বিভিন্ন জাতির মানুষের পরিচয় ফুটিয়ে তোলে। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনার নাক সম্পর্কে ৭টি অদ্ভুত তথ্য।
১. শ্বাস-প্রশ্বাসের মূল মাধ্যম : বাতাস গ্রহণ ও ত্যাগে নাক ও মুখের ভূমিকা রয়েছে। এদের মধ্যে নাক প্রাথমিক পথ। কায়িক শ্রমের সময় যদিও মুখ কাজটি বেশি বেশি করে, তখনও নাক দিয়ে কিছু বাসাত প্রবেশ করে ও বের হয়। মুখ বড় মাধ্যম হলেও নাক বন্ধ থাকলে শ্বাস-প্রশ্বাস বেশ সমস্যা বলে মনে হয়। বিশেষ করে নবজাতকদের জন্যে নাক শ্বাস-প্রশ্বাসের একমাত্র মাধ্যম। নাকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। নাকের পথ সঙ্কুচিত হলে ফুসফুসও সঙ্গুচিত হয়। আবার নাক প্রসারিত হলে ফুসফুসও প্রসারিত হয়। নাকের এই কার্যক্রমকে বলে নাসাল-পালমোনারি রিফ্লেক্স। সাধারণত ব্যায়াম বা কায়িকশ্রমের সময় এমনটা হয়।
২. বাতাসকে আর্দ্র করে নাক : আমাদের গলা এবং ফুসফুসের জন্যে যে আসাত টেনে নিই, তাকে আর্দ্র করে নাক। টারবিনেটস নামের এক জটিল স্তরের মাধ্যমে এ কাজটি করে নাক। কিন্তু মুখে শ্বাস নিলে তা হয় না। এ কারণে দীর্ঘক্ষণ মুখ দিয়ে শ্বাস নিলে গলা শুকিয়ে যায়।
৩. বাতাস পরিশুদ্ধ করে : যে বাতাস টেনে নেওয়া হয় তাতে অক্সিজেন, নাইট্রোজেন, ধুলো, ব্যাকটেরিয়া ইত্যাদি থাকে। একমাত্র নাক এই বাতাসকে বিশুদ্ধ করে দেয়। নাকের ভেতরের ওপরের দিকের স্তরে থাকে টারবিনেটস। এর কোষগুলো ক্ষুদ্র লোমে পূর্ণ থাকে যা বাতাসের অধিকাংশ দূষিত পদার্থ আটকে দেয়।
৪. বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে : ফুসফুস কখনো খুব বেশি ঠাণ্ডা বা গরম বাসাত পছন্দ করে না। দেহের তাপমাত্রার সঙ্গে গৃহীত বাতাসকে মানানসই করতে কাজ করে নাক।
৫. নাক নিরাপত্তা দেয় : নাকের ভেতরে ওপরের দিকে স্নায়ুতন্ত্র রয়েছে যা গন্ধ শনাক্ত করে। শ্বাস নেওয়ার সময় বাতাস এসব স্নায়ুতন্ত্রে আঘাত করে। অ্যালার্জি থাকলে নাকের স্নায়ুতন্ত্রা কাজ করে না এবং তখন গন্ধ পাওয়া যায় না। তা ছাড়া স্বাদের ক্ষেত্রে গন্ধ বড় ভূমিকা রাখে।
৬. কণ্ঠকে বৈশিষ্ট্য দেয় নাক : মানুষ যে কণ্ঠে কথা বলে, তার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে গলা এবং নাকের কাঠামো। স্বরযন্ত্রে যে শব্দ উৎপন্ন হয় তা সত্যিকার অর্থে বেশ কটু শোনায়। কিন্তু একে সুন্দর ও শ্রবণযোগ্য করে তোলে নাক। কারো ঠাণ্ডা লাগলে কণ্ঠ বদলে যায়। কারণ তখন নাক কণ্ঠকে শ্রুতিমধুর করতে স্বাভাবিক কাজ করতে পারে না।
৭. সঙ্গী-সঙ্গিনী খুঁজে পেতে : যৌনতা বা সঙ্গী-সঙ্গিনী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাক। মানুষের দেহের গন্ধ তাকে পছন্দ করার অন্যতম অনুঘটক। এ কারণেই শ্যাম্পু থেকে শুরু করে বডি স্প্রের গন্ধ পছন্দমতো বেছে নেয় মানুষ। এসব গন্ধ গন্ধ যৌন উত্তেজনা সৃষ্টি করে। একইভাবে কটু গন্ধ কারো প্রতি আগ্রহ ও উত্তেজনা প্রশমন করে।
Post a Comment