এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনায় মৃত্যু ১জনের, চব্বিশ ঘণ্টার মধ্যে আক্রান্ত আরও ১
Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে ৫৬ বছরের এক প্রৌঢ়ের শরীরে করোনার লক্ষণ পাওয়া গিয়েছিল। বুধবার মৃত্যু হয় তার। প্রসঙ্গত, ওই মৃতের কিন্তু কোনও ভ্রমণের ইতিহাস ছিল না। তাঁর পরিবারের সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাঁর বাড়িও সিল করে দেওয়া হয়েছে।
তারপর থেকে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ৫২ বছরের আরও এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ মিলল। আদতে ওরলির বাসিন্দা ওই প্রৌঢ় একজন পুরকর্মী হিসাবে ধরভিতে কর্মরত ছিলেন।
ইতিমধ্যেই সারা দেশে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তার মধ্যে এশিয়ার বৃহত্তম এই বস্তি, যেখানে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষের বাস। সেখানে করোনার সংক্রমণ কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। পাশাপাশি ঘিঞ্জি এবং নোংরা গলির মধ্যেই সারি দিয়ে রয়েছে কুঁড়েঘর। ৭০ শতাংশেরও বেশি বাসিন্দারা কমিউনিটি টয়লেট ব্যবহার করেন।
বিশ্বের ক্ষুদ্র দেশগুলির তুলনায় এই বস্তিতে বেশি লোক বসবাস করে। এই বস্তির ৬১৩ একর জায়গা জুড়ে চামড়ার পণ্য, মৃৎশিল্প এবং টেক্সটাইলগুলির জন্য ক্ষুদ্র শিল্প ও কর্মশালা চালিত হয়। এমন এক ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে সোশ্যাল ডিসটেন্সিং সম্ভব সেই প্রশ্নও উঠছে।
Post a Comment