ফুরিয়ে আসছে সূর্যের তেজ, পৃথিবীতে আবার শুরু হতে পারে তুষার যুগ



Odd বাংলা ডেস্ক: যে জিনিসটাকে আপনি চিরন্তন বলে জানেন সেটারই যদি অন্তিম দিন আসে? তবে কী করবেন আপনি? জলবায়ু পরিবর্তনের ফলে অনেকটাই পাল্টে গিয়েছে পৃথিবীর নিজস্ব চেহারা। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যেই বিজ্ঞানীরা বলছেন হঠাৎ আমূল বদলে যেতে পারে পৃথিবী। কমে যেতে পারে তাপমাত্রা। তার ফলে পৃথিবীতে ফিরে আসতে পারে তূষার যুগ। বিজ্ঞানীরা দাবি করেছেন, ক্রমে ঝিমিয়ে পড়ছে সূর্য। কমে আসছে তার তেজ। ২০২০ সালের পরবর্তী ৩০ বছরের মধ্যে যখন খুশি ‘‌হাইবারনেশন’‌ বা ঘুমে তলিয়ে যেতে পারে সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্রটি। যার জন্য সূর্যের উত্তাপ যাবে কমে। ফলে পৃথিবীতে ফিরে আসবে ‘‌আইস এজ’ বা বরফ যুগ‌। এই বরফ যুগের অর্থ কী?‌ নর্থাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা জারকোভা ২০১৫ সালে প্রথমবার এই ‘‌মিনি আইস এজ’‌–এর কথা উল্লেখ করেছিলেন। তাঁকে সমর্থন জানিয়েছিলেন বেশ কয়েকজন আন্তর্জাতিক বিজ্ঞানী। তিনিই সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, খুব তাড়াতাড়ি সূর্য একটি হাইবারনেশনে যাবে। সূর্যের পৃষ্ঠে এর ফলে অপেক্ষাকৃত কম সানস্পট তৈরি হবে। ফলে তেজ কমবে নক্ষত্রের।
Blogger দ্বারা পরিচালিত.