ছবিতে দেখুন, শেষ ১০০ বছরে ইতিহাস সৃষ্টিকারী যত মেয়েরা



Odd বাংলা ডেস্ক: নারী অধিকারের যুগেও পৃথিবীব্যাপী নারীরা এখনও অধিকার বঞ্চিত। বহু সমাজেই তাদের মা, বোন বা মেয়ের থেকে বেশি কিছু ভাবা হয় না। তবে এটা অস্বীকারা করার উপায় নেই, তারাও ইতিহাস সৃষ্টি করে বদলে দিতে পারেন সভ্যতার গতিপথ। প্রতিযোগিতায় অংশ নিয়ে মোকাবেলা করতে পারেন চ্যালেঞ্জ।
দেখে নিই এমন কিছু ছবি যা নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সৃষ্টি করেছে ইতিহাস। তাদের দৃঢ়তা, সাহস আর নতুন কিছু করার প্রত্যয় এ সব ছবিকে করে তুলেছে কালজয়ী। আজ দেখে নেওয়া যাক প্রথম পর্বের ১০টি ছবি।

১৯৬৭ সাল। বোস্টন ম্যারাথনে প্রথম স্থান লাভ করেন ক্যাথেরিন সুইজার। পাঠক ছবি দেখলে বুঝবেন, তার এই সাফল্যে দৌড় আয়োজনকারীদের কেউই তেমন খুশি হতে পারেন নি!




১৯৪৪ সালে গানফায়ার থেকে শিশুদের রক্ষা করছেন ফরাসি মায়েরা।



ইউএস মেরিন কর্পস-এ যোগ দেওয়া প্রথম নারীদের কয়েকজন। সময়কাল ১৯১৮।



মড ওয়াগনার, প্রথম ট্যাটু করা নারী। সময়কাল ১৯০৭।



‘উইনি দ্য ওয়েল্ডার কাজ করছেন একটি শিপইয়ার্ডে। সময়কাল ১৯৪৩।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের নারী পাইলটরা।




সাঁতার পোশাকে অ্যানেত্তে কেলারম্যান। ১৯০৭ সালে এই পোশাক পরে ছবি তোলায় শালীনতা ভঙ্গের দায়ে পুলিশ তাকে আটক করে!



১৯৮০ সালের এক নারী সামুরাই।




নিজের বাড়ি রক্ষায় অস্ত্র হাতে ১০৬ বছরের এক আর্মেনিয়ান বৃদ্ধা। সময়কাল ১৯৯০।



এলন ও নিল, একজন অন্যতম পেশাদার স্কেটবোর্ডার। সময়কাল ১৯৭৬।




লিওলা এন কিং, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ট্রাফিক পুলিশ। সময়কাল ১৯১৮।


প্রথম নারী বাস্কেটবল দল। সময়কাল ১৯০২। 



ফ্রান্সের নরম্যান্ডিতে যুক্তরাষ্ট্রের নার্স। সময়কাল ১৯৪৪।



বিখ্যাত বাইক গ্রুপ হেলস অ্যাঞ্জেলসর প্রথম নারী সদস্যরা। সময়কাল ১৯৭৩।/p>
ছবি তোলার জন্য নিউইয়র্কের ক্রাইসলার বিল্ডিংয়ে মার্গারেট ব্রুক-হোয়াইট। সময়কাল ১৯৩৪।



রোলার ডার্বিতে অংশ নিয়েছেন নারীরা। সময়কাল ১৯৫০।



এমিলিয়া এরহার্ট, বিমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম নারী। সময়কাল ১৯২৮।



মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন আফগান নারীরা। সময়কাল ১৯৬২।
Blogger দ্বারা পরিচালিত.