মদ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং রাজ্যের খারাপ অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্য কেন্দ্রের দ্বারস্থ হলেন ৷ তিনি সামাজিক দূরত্ব পালন করে লাইসেন্সড মদের দোকান খোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাইল ৷ দেশে করোনা ভাইরাস সংক্রমণের একের পর এক কেস আসছেই ,আর তার ভিত্তিতে দেশে ৩ তারিখ অবধি লকডাউন জারি আছে ৷ তারই জেরে এতদিন ধরে সারা দেশে মদের দোকান বন্ধ রয়েছে ৷ মঙ্গলবার পঞ্জাবের অমরিন্দর সিং স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন ৷ তাতে কেন্দ্র সরকারের কাছে রাজ্যে মদের দোকান খোলার জন্য আবেদন করেছেন ৷ রাজ্যের আর্থিক দুরবস্থার ছবি তুলে ধরেছেন ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন লকডাউনের মধ্যে সব নির্দেশ কড়াভাবে পালন করা হবে ৷ রাজ্যে লকডাউন শেষ করার বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তা বিশেষজ্ঞ কমিটিই ৷ সমস্ত জেলাতেই প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ করা হয়েছে ৷ যাতে সঠিকভাবে লকডাউন মেনে চলা যায় ৷ এদিকে রমজানের সময় মানুষ যারা যাতায়াত করবেন তাদের জন্য আলাদা করে পাস দেওয়া হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.