করোনার কারণে সাংঘাতিক লোকসান এই ভারতীয় ব্যাঙ্কের, কমে যেতে পারে সুদের হার
Odd বাংলা ডেস্ক: বিপুল ক্ষতির সম্মুখীন দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক৷ অ্যাক্সিস তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, ১৩৮৮ কোটি টাকা ক্ষতির সম্মুখীন ব্যাঙ্কটি৷ বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতিতে তামাদি ঋণের পরিমাণ বাড়ার জেরে আরও ক্ষতির আশঙ্কাই করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
করোনা ভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিকে জোর ধাক্কা দিয়েছে৷ দেশের অর্থনীতির চাকা প্রায় থমকে গিয়েছে৷ দেশের যে সব ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই বিপুল পরিমাণ তামাদি ঋণের ভারে জর্জরিত, সেই ব্যাঙ্কগুলির অবস্থা আরও খারাপ হচ্ছে৷ কারণ, আবাসন শিল্প, পরিকাঠামো শিল্পও মুখ থুবড়ে পড়েছে৷
করোনা ভাইরাসের ক্ষতি সামলাতে অ্যাক্সিস ব্যাঙ্ক ইতিমধ্যেই ৭ হাজার ৭৩০ কোটি টাকা ত্রৈমাসিকের জন্য তহবিলে সরিয়ে রেখেছে৷ গত বছরের চেয়ে তিন গুণ বেশি? এর মধ্যে ৩০০০ কোটি টাকা করোনা ভাইরাস ক্রাইসিসের জন্য৷
বিশেষজ্ঞরা বলছেন, ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে ১৫৫৬ কোটি টাকা লাভ করতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ প্রসঙ্গত, মঙ্গলবারই ম্যাক্স লাইফ ইনসিওরেন্সের ২৯ শতাংশ শেয়ার কিনেছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ দেশের জীবন বিমা ক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্কগুলি আগেই পা রেখেছিল৷ অ্যাক্সিসও৷ ম্যাক্স-অ্যাক্সিস চুক্তি ঘোষণার পরে মঙ্গলবার অ্যাক্সি ব্যাঙ্কের শেয়ার দর ৬.৬ শতাংশ বেড়ে যায়৷
Post a Comment