'এটি টাকা উপার্জনের সময় নয়', অক্সফোর্ডে ভ্যাকসিন ট্রায়াল আজ, তৈরির রয়্যালটি নেবে না ভারতের উৎপাদক
Odd বাংলা ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিন আজই ট্রায়াল হবে মানুষের শরীরে। আজকের পরীক্ষা সফল হওয়ার ওপরেই নির্ভর করছে মারণ ভাইরাসের ভাগ্য। কারণ এর আগেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, যা ভ্যাকসিন ছাড়া মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা সম্ভব নয়। তাই আজকের ফলাফলের ওপরেই নির্ভর করছে সবটা।
কিন্তু প্রশ্ন হল ভ্যাকসিন যদি তৈরি হয়, তাহলে তা সকলের কাছে কি পৌঁছে দেওয়া সম্ভব হবে? ভারতের মতো গরিব দেশের মানুষের কাছে এই ভ্যাকসিন সহজলভ্য হবে তো? আর এইসব সংশয় দূর করে আশ্বাস যুগিয়েছেন অক্সফোর্ডের এই গবেষণার অন্যতম শরিক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার কর্তৃপক্ষ। সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা জানিয়েছেন, এখন অর্থ উপার্জনের সময় নয়। মানবতার স্বার্থে এখন সবার আগে এই ভ্যাকসিন বাজারে আনাটা সবচেয়ে প্রয়োজন। কাজেই রয়্যালটি বাবদ কোনও টাকা-পয়সাই নেবেন না তাঁরা।
বিশ্বের একাধিক সংস্থার মতোই ভ্যাকসিন উৎপাদন করার দায়িত্ব পেয়েছিল সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। অক্সফোর্ডের গবেষকরা আশা প্রকাশ করেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনার ভ্যাকসিন বাজারে নিয়ে আসার ব্যাপারে। কিন্তু ভারতের মতো দেশে এই ভ্যাকসিন সহজলভ্য হওয়ায় যখন চিন্তিত দেশবাসী তখন দেশবাসীকে আশ্বস্ত করে সংস্থার সিইও জানান যে, তাঁরা কোনও ভ্যাকসিনেরই রয়্যালটি নেন না। এমনকি পেটেন্টও না। এমন আশ্বাসবাণী স্বভাবতই খানিকটা হলেও চিন্তামুক্ত করেছে দেশবাসীকে।
Post a Comment