গুণগত মানের পরীক্ষায় ফেল! চিনের পাঠানো কয়েক হাজার পিপিই কিট অত্যন্ত নিম্নমানের


Odd বাংলা ডেস্ক: শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, চিন যে ১,৭০,০০০ পিপিই পাঠিয়েছিল, তার মধ্যে ৬৩,০০০ পিপিই অত্যন্ত নিম্নমানের। ডিআরডিএ-এর তরফে এই কিট পরীক্ষা করে জানানো হয়েছে যে, এইসমস্ত কিট গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবে এখনই সেইসব কিট চিনকে ফেরত পাঠানো হবে কি না তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। 

প্রসঙ্গত, এইধরণের চিকিৎসার উপকরণ তৈরি করতে হয় চিনেই। কিন্তু এমন নিম্নমানের পিপিই পেয়ে চিনের বিরুদ্ধে নিন্দায় সরব বিদ্বজনেরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার পাঁচ লক্ষ টাকার করোনার ব়্যাপিড টেস্ট কিট পেয়েছিল। সূত্রের খবর এই কিটগুলি চিন ভারতকে অনুদান হিসাবে দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সিই বা এফডিএ সংসাপত্র রয়েছে এমন পিপিই কিটই প্রয়োজন। কিন্তু চিন থেকে পাঠানো চালানে তা অনুদান হিসাবে লেখা রয়েছে! 
Blogger দ্বারা পরিচালিত.