করোনার গ্রাসে বিশ্ব! আক্রান্তের সংখ্যা ২,৩৩২,৪৭১, মৃত্যের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল


Odd বাংলা ডেস্ক: মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে পরিসংখ্যানটা। ক্রমেই আরও জাঁকিয়ে বসছে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা। দিনে দিনে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইরকম ছবি ইটালি ও স্পেনে। গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল। অন্যদিকে আক্রান্ত তেইশ লক্ষেরও বেশি। যার মধ্যে ৭ লক্ষই মার্কিন নাগরিক। সেখানে মৃত্যু হয়েছে ৩৭ হাজারেরও বেশি মানুষের। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ১ দিনেই প্রায় ৩,৮০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েক দিন আগেই আমেরিকা ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ইটালিও ২২ হাজারে। 

আজ স্পেনেও মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে, সরকারি খাতায় নথিভুক্ত থাকা নাম অনুযায়ী এখনও পর্যন্ত ২০,০৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনা রুখতে ৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল স্পেন।
Blogger দ্বারা পরিচালিত.